Maintance

নকিয়ার দুঃখ প্রকাশ

প্রকাশঃ ৭:১৪ অপরাহ্ন, জুলাই ১০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:১১ অপরাহ্ন, জুলাই ১১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্বাস্থ্য সম্পর্কিত ‘ফিটনেস ট্র্যাকিং’ অ্যাপটির নতুন সংস্করণ ব্যবহারকারীদের হতাশ করায় দুঃখ প্রকাশ করেছে নকিয়া।

২০১৬ সালে নকিয়া হেলথ টেক ফার্ম ফেইন্ডিংসকে কিনে নেয় এবং সম্প্রতি এর সেই স্বাস্থ্য সম্পর্কিত অ্যাপ উইথিংকস নকিয়া ব্র্যান্ডের একটি ফোনের সংস্করণে যুক্ত করে।

অ্যাপটি ইতোমধ্যে দশ লাখের বেশিবার অ্যাপ স্টোর থেকে ডাউনলোড হয়েছে।

তবে বেশিরভাগ ব্যবহারকারী অ্যাপটির রেটিং পয়েন্ট কমিয়ে এক করে দেন। একই সঙ্গে তারা জানান যে, অ্যাপটির উইংস সংস্করণে আগের ফিচারগুলো নেই এবং অ্যাপটিতে কিছু প্রযুক্তিগত সমস্যাও রয়েছে।

Nokia-Techshohor

Symphony 2018

তবে বিবিসিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব ফিচার অ্যাপটিতে এখন অনুপস্থিত সেগুলো আবার ফিরিয়ে আনা হবে।

নকিয়া অধিগ্রহণের আগে ‘উইথিংস’ ইন্টারনেটের সাথে সংযুক্ত স্বাস্থ্য সামগ্রী যেমন ওজন ও এয়ার কোয়ালিটি মনিটর তৈরি করতো। যা ‘হেলথ ম্যাট’ অ্যাপে তথ্য প্রদান করতো।

টনি নামের এক ব্যবহারকারী বলেন, নতুন অ্যাপটি উন্মোচনের পর থেকেই এতে নানা ধরনের ‘বাগ’ ছিল। কিন্তু তারপরও নকিয়া সেটা রিলিজ করে এবং আমরা ব্যবহার করতে গিয়ে অস্বস্তির সম্মুখীন হই। তবে আমি চাই আগের সেই পুরনো সংস্করণেই ফিরে যেতে।

ইতোমধ্যে অনেকেই বিভিন্ন ওয়েব এবং সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করে অ্যাপটির নেতিবাচক রিভিউ প্রকাশ করেছে।

বিবিসি অবলম্বনে ইমরান হোসেন মিলন

*

*

Related posts/