Maintance

সিম্ফনির সেলফি এক্সপার্ট ফোন

প্রকাশঃ ৬:১৪ অপরাহ্ন, জুলাই ৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৪ অপরাহ্ন, জুলাই ৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সিম্ফনি তাদের নতুন ফোন ‘সিম্ফনি ৯পি’ বাজারে ছেড়েছে।  ডুয়াল ফ্ল্যাশলাইটের সেলফি এক্সপার্ট ফোনটির  সামনে ও পেছনে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম, ৫.৫ ইঞ্চির ২.৫ ডি কার্ভড এইচডি আইপিএস ডিসপ্লে।

স্মার্টফোনটিতে মিডিয়াটেক ১.৩ গিগাহার্জ ৬৪ বিটের অক্টাকোর প্রসেসর আছে। সঙ্গে রয়েছে ৩ জিবি র‍্যাম। ৩২ জিবি রম। মেমোরি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে এর ধারণক্ষমতা।

 

Symphony 2018

ডুয়াল সিমের এই স্মার্টফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি আছে ৩০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি।

নিরাপত্তার জন্য এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাশাপাশি রয়েছে প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এবং কম্পাস।

স্মার্টফোনটি বাজারে ছাড়া হয়েছে কালো ও গাঢ় নীল রঙে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা।

ফোনটির সঙ্গে গ্রাহকদেরকে ফ্রিতে একটি ব্লু-টুথ স্পিকার দিচ্ছে সিম্ফনি।

আনিকা জীনাত

*

*

Related posts/