Maintance

এলিট সিরিজের মনিটর এনেছে এইচপি

প্রকাশঃ ৫:২৮ অপরাহ্ন, জুলাই ৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৮ অপরাহ্ন, জুলাই ৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এইচপি এলিট ডিসপ্লে সিরিজের তিনটি মডেলের নতুন এলইডি মনিটর এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

২১.৫ ইঞ্চি, ২৩ ইঞ্চি এবং ২৪ ইঞ্চি আকৃতির এই আইপিএস এলইডি মনিটরটিরগুলোর ভিউ অ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রি হরাইজোন্টাল এবং ১৭৮ ডিগ্রি ভার্টিক্যাল, ব্রাইটনেস ২৫০সিডি/এমস্কয়ার, কনট্রাস্ট রেশিও ১০০০:১ স্ট্যাটিক এবং ৫০,০০,০০০:১ ডায়নামিক।

মনিটরটির রেসপন্স টাইম ৭ মিলিসেকেন্ড এবং আসপেক্ট রেশিও ১৬:৯।

HP-Elite-display

এই মনিটরটিতে এইচডিএমআই, ভিজিএ, ডিসপ্লে এবং ইউএসবি পোর্ট রয়েছে।

৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ২১.৫ ইঞ্চি, ২৩ ইঞ্চি এবং ২৪ ইঞ্চি আকৃতির মূল্য যথাক্রমে ১৩ হাজার ৮০০ টাকা, ১৭ হাজার ৫০০ টাকা এবং ২৪ হাজার ৫০০ টাকা।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/