Maintance

স্যামসাংয়ের আরেকটি নতুন ফোন

প্রকাশঃ ৪:৪৯ অপরাহ্ন, জুলাই ৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:২১ অপরাহ্ন, জুলাই ৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ‘গ্যালাক্সি জে৫ প্রো’ নামে নতুন ফোন বাজারে আনলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং

এটি গ্যালাক্সি জে৫ ২০১৭ এর উন্নত সংস্করণ। মিডরেঞ্জ ব্যবহারকারীদের জন্য ডিভাইসটি আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

৫.২ ইঞ্চি ডিসপ্লের ফোনটির রেজুলেশন ৭২০*১২৮০ পিক্সেল। যা ২৮২ পিপিআই পিক্সেল ডেনসিটি সমৃদ্ধ। এতে ১ দশমকি ৬ গিগাহার্জ এক্সিনোস ৭৮৭০ অক্টা-কোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্স সুবিধা দিতে থাকছে মালি টি৮৩০ এমপি২ জিপিইউ।

৩২ জিবি ইন্টারনাল মেমোরির পাশাপাশি চাইলে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে ফোনটিতে। গতিময় সুবিধা দিতে এতে রয়েছে ৩ জিবি র‍্যাম।

ছবি তোলার জন্য এলইডি ফ্ল্যাশসহ পিছনে ও সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। যা দিয়ে ভালো মানের ছবি তোলার পাশাপাশি এইচডি ভিডিও রেকর্ড করা যাবে বলে জানিয়েছে স্যামসাং।

৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া এনএফসি, এফএম রেডিও, ব্লুটুথ৪.২, ওয়াইফাই, জিপিএস ইত্যাদি সুবিধা রয়েছে।

ফোনটি ইতোমধ্যে থাইল্যান্ডের বাজারে বিক্রি শুরু হয়েছে। ডিভাইসটি মূল্যে নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯০০ বাট যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩ হাজার টাকা।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

আরও পড়ুন:

*

*

Related posts/