Maintance

বাথরুমে স্মার্টফোনে খবর পড়েন ৩২%

প্রকাশঃ ১:০৬ অপরাহ্ন, জুলাই ৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ অপরাহ্ন, জুলাই ৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মানুষ স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে বসেই গুরুত্বপূর্ণ সব খবরের আপডেট পায়। বাসায় বসে কিংবা কর্মস্থলে যাওয়ার পথেও অনেকে খবর পড়তে পছন্দ করেন।

তবে বিস্ময়করভাবে খবর পড়ার সবচেয়ে জনপ্রিয় জায়গার তালিকায় তিন নম্বরে রয়েছে বাথরুম।

রয়টার্স ইনস্টিটিউট পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী, ৪৬ শতাংশ মানুষ নিজেদের শোবার ঘরে বসে স্মার্টফোনে খবর পড়েন। গণপরিবহনে বসে খবর পড়ার এই হার ৪২ শতাংশ।

smartphone-news-techshohor

রয়টার্স ইনস্টিটিউট বিশ্বের ৩৬ দেশের ৪০ হাজার ৪৬৪ ভ্যক্তির উপর জরিপ পরিচালনা করে। সেই জরিপের ফলাফলে জায়গাভেদে স্মার্টফোনে খবর পড়ার এই হারের কথা জানায়।

এই জরিপের ফলাফল থেকে এটাই স্পষ্ট হয়েছে যে স্মার্টফোন মানুষের সার্বক্ষণিক সঙ্গী। আমরা সবসময়ই এই ডিভাইসটির সঙ্গে কানেক্টেট থাকতে চাই।

স্ট্যাটিসটা অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/