Maintance

টুইটারে ট্রাম্পের হাতে মার খেলো সিএনএন

প্রকাশঃ ১২:৫৮ অপরাহ্ন, জুলাই ৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ন, জুলাই ৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিরর : আবারো সিএনএনকে ভূয়া সংবাদ মাধ্যম বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার শুধু ফ্রড নিউজ সিএনএন বা এফএনএন লিখে হ্যাশ ট্যাগ দিয়েই ক্ষান্ত হননি। সিএনএনের ওপর ক্ষোভ ঝাড়তে তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন।

সেখানে দেখা যাচ্ছে, রেসলিংয়ের একটি ম্যাচ চলার সময় এক ব্যক্তি খেলোয়ারকে নির্দেশনা দিচ্ছেন যার মাথায় সিএনএনের একটি লোগো বসানো হয়েছে। হঠাৎ করেই সেই ব্যক্তির ওপর হামলে পড়েন ট্রাম্প। মাটিতে ফেলে তাকে কিল ঘুষি মারতে থাকেন।

cnn-techshohor

Symphony 2018

উল্লেখ্য, ভিডিও কয়েক বছর আগের। ২০০৭ সালে এক রেসলিং ম্যাচে ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন। যেখানে তিনি ফ্র্যাঞ্চাইজির মালিক ভিন্স ম্যাকমোহনের ওপর চড়াও হন। তাকে কিল ঘুষি মারেন। তবে এটি পুরোটাই ছিলো পূর্বপরিকল্পিত। সাজানো সেই মারপিটের দৃশ্য সুপারইম্পোজ করেই সিএএনকে পেটানোর ভিডিওটি  তৈরি করা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্পের ইন্টারেনেট ফোরামে ভিডিওটি পোস্ট করা হয়।

সিএনএন নিউজ নেটওয়ার্কের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক অনেক আগে থেকেই খারাপ। নতুন করে এই ভিডিও পোস্ট করার বিষয়ে সিএনএন অভিযোগ করে বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ মাধ্যমের বিরুদ্ধে সহিংসতাকে উস্কে দিচ্ছেন।

সিএনএন টেক অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/