Maintance

ইনস্টাগ্রামে জ্যাকুলিনের টপলেস ছবিতে বিতর্ক

প্রকাশঃ ৪:৫০ অপরাহ্ন, জুলাই ২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫০ অপরাহ্ন, জুলাই ২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আলোচনা-সমালোচনা কখনোই তারকাদের পিছু ছাড়ে না। তবে সেদিকে অনেকে বিশেষ করে বলিউডের বেশকিছু তারকা ভ্রুক্ষেপও করেন না।

তেমনই এক বলিউড তারকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তিনি বরং নিজের কাজকর্মের খবর অনুরাগীদের জানাতে কার্পণ্য করেন না।

সম্প্রতি কসমোপলিটান ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন এই নায়িকা। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পর তা চলে এসেছে আলোচনার কেন্দ্রে।

Jackulin-Techshohor

আসলে ওই ম্যাগাজিনের হয়ে টপলেস ফটোশুট করেছেন জ্যাকুলিন। সেই ছবি দেখে অনুরাগীরা তার প্রশংসা করছেন বটে তবে এই ঘটনায় বিতর্কও তৈরি হয়েছে। অনেকেই তার বোল্ড ফটোশুটের জন্য নিন্দা করেছেন। তবে সব কিছুই জ্যাকুলিন সামলাচ্ছেন হাসি মুখে।

ইনস্টাগ্রামে ছবিটি দেওয়ার পর সেখানে অনেকেই দুধরনেরই মন্তব্য করেছেন। তবে ইনস্টাগ্রামে তার টপলেস দুটি ছবিতে লাইক পড়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ করে।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/