![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলম্বটেক বিডি বাজারে এনেছে নতুন মডেলের স্মার্ট রাউটার। এটি ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারের গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সাইফ সাইফুল্লাহ জানান, রাউটারকে মনিটর এবং কাস্টমাইজ করার সুবিধা দিতে তাদের প্রতিষ্ঠান উদ্ভাবন করেছে স্মার্ট রাউটার। মোবাইল অ্যাপের সাহায্যে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যেকোনো জায়গা থেকে স্মার্টরাউটারটি নিয়ন্ত্রণ করা যাবে।
বাংলাদেশে স্মার্ট রাউটারের বহুবিধ ব্যবহার শুরু হতে যাচ্ছে। ভবিষ্যতে বাসায় গ্যাস লাইন লিক হলে রাউটার ব্যবহারকারীর স্মার্টফোনে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে বলেও জানান তিনি।
শুধু তাই নয়, কোনো প্রতিষ্ঠান বা এলাকা দিয়ে যাওয়ার সময় সেখানকার কোনো প্রতিষ্ঠান কোনো অফার দিয়ে থাকলে সেটিও গ্রাহকের কাছে মেসেজ হিসেবে পৌঁছে যাবে।
ভ্যাটসহ স্মার্ট রাউটার দেশের বাজারে বিক্রি হচ্ছে তিন হাজার ৪৫০ টাকা।
আনিকা জীনাত