Maintance

বছর পরেও শোকে ভারী ফেইসবুক ওয়াল

প্রকাশঃ ৬:৪০ অপরাহ্ন, জুলাই ১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪০ অপরাহ্ন, জুলাই ১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  ঠিক এক বছর আগে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ২০ জনকে জিম্মি করে হত্যা করে জঙ্গিরা। ছয় জঙ্গি ও দুই পুলিশ কর্মকর্তাসহ ওই ঘটনায় নিহত হয় ২৮ জন।

১২ ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মি সংকটের সেই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ। আজ শনিবার সেই জঙ্গি হামলার প্রথম বর্ষপূর্তি।

বর্ষপূতির আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হোলি আর্টিজান নিয়ে পোস্ট দিয়েছেন অনেকেই। সেসব পোস্টে ছিল এমন হত্যায় জড়িতদের বিচার, হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোসহ নানান বিষয়।

শনিবার নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য চার ঘণ্টার জন্য উন্মুক্ত রাখা হয় হোলি আর্টিজান বেকারি। holy-artizan-techshohor

Symphony 2018

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও অনেকে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করেন। বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বও ভয়াবহ সেই দিনটির কথা নিজেদের ফেইসবুক ওয়ালে লিখেছেন।

এক ব্যবহারকারী ফেইসবুকে লিখেছেন, হোলি আর্টিজান হামলার এক বছর। সকল দোষীদের বিচার দ্রুত করার দাবি জানায়।

তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির তার ফেইসবুক প্রোফাইলের ছবিতে কালো ব্যানার ঝুলিয়েছেন। তিনি সেই শোকের রঙ দিয়ে স্মরণ করেছেন গত বছরে হোলি আর্টিজানে নিহতদের।

আরেক ব্যবহারকারী নিহতদের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, আমরা তোমাদের ভুলবো না।

আনিকা জীনাত

*

*

Related posts/