Maintance

আবারো সারফেস মিনির ছবি প্রকাশ

প্রকাশঃ ১:৫১ অপরাহ্ন, জুলাই ১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৯ অপরাহ্ন, জুলাই ১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  মাইক্রোসফট সারফেস সিরিজের ট্যাব ‘সারফেস মিনির’ কয়েকটি ছবি উইন্ডোজ সেন্ট্রালে প্রকাশ পেয়েছে। তবে এই ট্যাব বাজারে আসার কথা ছিল তিন বছর আগে।

২০১৪ সালে সারফেস প্রো ৩ এর সঙ্গে সারফেস মিনি নামে একটি ট্যাবও বাজারে আনার কথা ছিল মাইক্রোসফটের। নিউইয়র্ক সিটির সেই অনুষ্ঠানে সারফেস প্রো ৩ ছাড়ার ঘোষণা দেওয়া হয়।

কিন্তু সারফেস ট্যাবলেটের মিনি ভার্সন বাজারে আসার খবর তখন গুজব বলেই প্রমাণ হয়। কারণ সারফেস মিনি বাজারে ছাড়ার সিদ্ধান্ত একদম শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়।

surface-mini-techshohor

Symphony 2018

 

এখন আবারো সারফেস মিনির ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। তবে উইন্ডোজ সেন্ট্রালের ছবিগুলো আসলেই সারফেস মিনির কিনা তা নিশ্চিত করেনি মাইক্রোসফট।

আট ইঞ্চি পর্দার ট্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছিল উইন্ডোজ আরটি ৮.১ অপারেটিং সিস্টেম। সঙ্গে ছিল এক জিবি র‌্যাম, স্ন্যাপড্রাগন ৮০০, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই ও ৩২ জিবি মেমোরি।

বর্তমানে সারফেস সিরিজের প্রত্যেকটি ট্যাবেই ১০ থেকে ১২ ইঞ্চির পর্দা রয়েছে। বাজারে আসলে সারফেস মিনিই হতো এই সিরিজের সবচেয়ে ছোট পর্দার ট্যাবলেট।

সিনেট অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/