Maintance

ভিডিওতে আইফোন ৮

প্রকাশঃ ৩:১৮ অপরাহ্ন, জুলাই ১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ন, জুলাই ১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সময় গড়াচ্ছে, একে একে জানা যাচ্ছে অ্যাপলের আইফোন ৮ নিয়ে নতুন সব তথ্য। আগে এর ফিচার, ফোনটির ছবি ফাঁস হলেও এবার ফাঁস হয়েছে ভিডিও।

‘টাইগার মোবাইলস’ নামে ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, আইফোন ৮-এ রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং বেজেলহীন ডিসপ্লে। ভিডিওটি এখন পর্যন্ত ১২ লাখ ৮৪ হাজারের বেশি দেখা হয়েছে।

অনলেকস নামে টুইটার আইডিতে ফাঁস হওয়া তথ্য মতে, ৫.৮ ইঞ্চি ডিসপ্লের আইফোন ৮-এর পুরুত্ব ১৪৩*৭১*৭.৫ মিলিমিটার হতে পারে।

Symphony 2018

ভিডিওতে দেখা যায়, আইফোন ৮ এর ডিজাইনে নেই বড় কোনো পরিবর্তন। তবে পিছনে ক্যামেরার ডিজাইনে কিছু পরিবর্তন লক্ষ করা গেছে। কতো মেগাপিক্সেল ক্যামেরা থাকবে সে সম্পর্কে তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আইফোন ৭ প্লাস থেকে উন্নতমানের ক্যামেরা ব্যবহার করা হতে পারে ডিভাইসটিতে।

এছাড়া আইফোন ৮ এর বিল্টইন হিসেবে ওয়্যারলেস চার্জার, ৩-ডি ম্যাপিং সেন্সর আর ‘অগমেন্টেড রিয়ালিটি’ ইত্যাদি সুবিধা থাকতে পারে।

উল্লেখ্য আইফোন তাদের যাত্রার ১০ বছর পূর্তি করেছে চলতি বছর ২৯ জুলাই। ২০০৭ সালে যাত্রা করেছিল আইফোন। আইফোনের দশ বছর পূর্তি উপলক্ষে অ্যাপল ভক্তদের ধারণা চমক থাকবে নতুন এই ডিভাইসে।

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/