Maintance

স্মার্টফোন ডিসপ্লের বাজারে শীর্ষে স্যামসাং

প্রকাশঃ ১০:২৩ পূর্বাহ্ন, জুলাই ১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৮ অপরাহ্ন, জুলাই ১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোনের ডিসপ্লে প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। চলতি বছর প্রথম প্রান্তিকের হিসাবে উঠে এসেছে এই তথ্য।

প্রথম প্রান্তিকে সারা বিশ্বে স্মার্টফোনের ডিসপ্লের বাজারে ২৭ দশমিক ২ শতাংশ দখল করে আছে স্যামসাং। যা থেকে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ৩৫০ কোটি মার্কিন ডলার।

দক্ষিণ কোরিয়ার আইএইচএস মারকিট প্রতিষ্ঠানের এক পরিসংখ্যানে এই তথ্য প্রকাশ হয়েছে।

Symphony 2018

কার্ভ ও ফিক্সেবল ওএলইডি জাতীয় ডিসপ্লে সরবরাহের ফলে গেলো বছরের তুলনায় অধিক মুনাফার মুখ দেখেছে স্যামসাং। বিশ্বের স্মার্টফোনের ডিসপ্লের পরিধি ১৩ বিলিয়ন মার্কিন ডলার। এই বাজারে জাপান ডিসপ্লে ইনকরপোরেশন ১৭ দশমিক ৮ শতাংশ বাজার দখল করে আছে।

স্যামসাং ও জাপান ডিসপ্লে ইনকরপোরেশন পরপর এলজি ডিসপ্লে এবং চীনের বোয় টেকনোলজি স্মার্টফোনের ডিসপ্লের বাজারে ভালো অবস্থানে রয়েছে।

চলতি বছর স্মার্টফোনের বাজারে কার্ভ ও বেজেললেস ডিসপ্লের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তাই ধারণা করা হচ্ছে, এই ধরনের ডিসপ্লের চাহিদা বেশি থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে খাতটি থেকে স্যামসাংয়ের মুনাফা আরও বৃদ্ধি পাবে।

ফোনএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/