Maintance

যা থাকবে শাওমি রেডমি প্রো ২ ফোনে

প্রকাশঃ ৫:১২ অপরাহ্ন, জুন ২৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ অপরাহ্ন, জুন ২৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজারে আসতে যাচ্ছে শাওমি রেডমি প্রো ২ মডেলের নতুন ফোন। তবে ফোনটি সম্পর্কে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি কিছু না জানালেও অনলাইনে ফাঁস হয়েছে তথ্য।

চীনের ফোন বিষয়ক ওয়েবসাইট গিজচায়নায়তে প্রকাশিত তথ্যে জানা যায়, ফোনটিতে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ।

৩ জিবি র‍্যামের ফোনটির পিছনে থাকবে ১২ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা দুটিতে ব্যবহার করা হয়েছে যথাক্রমে সনি আইএইমএক্স৩৬২ ও স্যামসাং এস৫কে৪ই৮ সেন্সর।

Symphony 2018

প্রসেসর হিসেবে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। ৫.৫ ইঞ্চি ডিসপ্লের ডিভাইসটিতে থাকবে সুপার অ্যামলয়েড ডিসপ্লে।

তবে ফোনটিতে কত মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বা কবে বাজারে আসবে এই সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি সুবিধা তো থাকছেই।

ফোনটির কনফিগারেশন থেকে ধারণা করা হচ্ছে ফোনটি মিডরেঞ্জ ব্যবহারকারীদের লক্ষ্য করে বাজারে আনা হবে। দাম হতে পারে ২০০ ডলারের মত।

ধারণা করা হচ্ছে চলতি বছরে কয়েক মাসের মধ্যেই ডিভাইসটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। তবে শাওমি নিশ্চিত করে কোনো তথ্য জানায়নি।

ফোনএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/