Maintance

নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে না, তথ্যপ্রযুক্তির হিসাবও বদলাবে

প্রকাশঃ ৯:৩৭ অপরাহ্ন, জুন ২৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪২ অপরাহ্ন, জুন ২৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন ভ্যাট আইন কার্যকর হওয়া আরও দুই বছরের জন্য স্থগিত করেছে সরকার।

এতে তথ্যপ্রযুক্তি খাতের পণ্য ও সেবার ভ্যাট হিসাবও বদলাবে। ২০১২ সালের নতুন ভ্যাট আইন অনুযায়ী তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সেবায় যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিল সেগুলো আগের হিসাবে বিবেচিত হতে পারে।

বুধবার সংসদে আগামী দুই বছর ভ্যাট আইন পুরোপুরি কার্যকর না করে এখন যেমন আছে, তেমন রাখার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Symphony 2018

শেখ হাসিনা বলেন, ‘মূসক আইনটি ১৯৯১ সালে করা, ২০০৮ সালে সংশোধনের জন্য খসড়া তৈরি হয়। সবার সঙ্গে মতবিনিময় করেই আইনটি আমরা করে দিই ২০১২ সালে। এখন সবাই ভুলেই গেছে যে আইনটি আমরা পাস করে দিয়েছিলাম।’

নতুন ভ্যাট আইন কার্যকর  স্থগিত করায় অর্থবিলে কম্পিউটার, মোবাইল ফোন ও এর যন্ত্রাংশে ভ্যাট অব্যাহতি দেয়ার বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়। এছাড়া মাইক্রোসফটের আমদানি শুল্কহীন পণ্যে প্রস্তাবিত ভ্যাট অব্যাহতিও দেয়া হয় এতে।

প্রধানমন্ত্রীর পরামর্শে অর্থমন্ত্রী অর্থবিলে এ সংশোধন করেন।

আল-আমীন দেওয়ান

 

*

*

Related posts/