Maintance

আসুসের নতুন ট্যাবের ছবি ফাঁস

প্রকাশঃ ৫:২৭ অপরাহ্ন, জুন ২৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৭ অপরাহ্ন, জুন ২৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন ট্যাবলেট নিয়ে হাজির হতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস।

সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে প্রতিষ্ঠানটির ‘আসুস জেনপড জেড৮ ২০১৭’ মডেলের ছবি। ডিভাইসের তথ্য ফাঁসে বিখ্যাত টু্ইটার আইডি ইভান ব্লাস তা ফাঁস করে।

যদিও ট্যাবলেট ডিভাইসটি সম্পর্কে আসুসের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

ফাঁস হওয়ার তথ্য মতে, ৮ ইঞ্চি ডিসপ্লের ট্যাবটি রেজুলেশন  ২০৪৮*১৫৩৬ পিক্সেল। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৭.১’য়ের কাস্টমাইজ জেনইউআই।

কোয়াডকোর স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর যুক্ত ডিভাইসটি ৩ ও ৮ জিবি র‍্যামের সংস্করণে পাওয়া যেতে পারে। স্টোরেজ সুবিধা উপর নির্ভর করে পাওয়া যাবে ৩২ ও ৬৪ জিবি ইন্টারনাল মেমোরিতে।

ট্যাবটিতে কতো মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে তা জানা যায়নি। তবে ফাঁস হওয়া ছবি থেকে দেখা যাচ্ছে, পিছনে একটি ক্যামেরা রয়েছে তবে নেই ফ্ল্যাশ। সামনে রয়েছে একটি সেলফি ক্যামেরা।

ডিজাইনে হালকা পাতলা ধরনের ট্যাবের সামনে রয়েছে ফিজিক্যাল হোম বাটন। ছবিতে থাকা বাটনটি দেখে মনে হচ্ছে এতে ফিঙ্গারপ্রিন্ট সুবিধাও রয়েছে।

ট্যাবটি কবে আসবে এই সম্পর্কে কোনো তথ্য না জানা গেলেও ধারণা করা হচ্ছে আগামী মাসে উন্মুক্ত হতে পারে এটি।

জিএসএম এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/