Maintance

ফেইসবুক গ্রুপের জন্য নতুন ফিচার উন্মুক্ত

প্রকাশঃ ২:১৬ অপরাহ্ন, জুন ২৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ২:১৬ অপরাহ্ন, জুন ২৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুক গ্রুপের অ্যাডমিনদের জন্য নতুন অনেকগুলো ফিচার উন্মুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের শিকোগোতে অনুষ্ঠিত ফেইসবুক কমিনিউটিস সামিটে ফিচারগুলো সম্পর্কে সংক্ষিপ্তাকারে তুলে ধরেন ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

তিনি বলেন, নতুন ফিচারগুলো ব্যবহারে গ্রুপ নিয়ন্ত্রণ আরও সহজ ও উপভোগ্য হয় উঠবে।

ফেইসবুক পেইজে থাকা অনেক সুবিধা এতাদিন গ্রুপে ছিল না। এবার ফেইসবুক পেইজের মতই গ্রুপ অ্যানালিটিক্স সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রুপের অবস্থা কেমন, কোন পোস্ট বেশি জনপ্রিয়, নতুন কয়জন যুক্ত হচ্ছেন, পাঠকের বয়স কেমন ইত্যাদি অ্যানালিটিক্সের মাধ্যমে দেখে নেওয়া যাবে।

শিডিউল পোস্টের সুবিধাও যুক্ত করা হয়েছে। চাইলে গ্রুপে কোনো পোস্ট বা ঘোষণা আগেভাগে শিডিউল করে রাখা যাবে।

নতুন যুক্ত হওয়ার টুলসে স্প্যামারদের হাত থেকে সহজে বাঁচতে এক ক্লিকে গ্রুপের যেকোনো সদস্যের কমেন্ট বা পোস্ট মুছে ফেলা যাবে। গ্রুপ টু গ্রুপ লিংকিং ফিচারের সাহায্যে গ্রুপ অ্যাডমিনরা তার গ্রুপে থাকা সদস্যদের অন্য গ্রুপের বিষয়ে জানাতেও পারবেন।

এছাড়া অ্যাডমিনের জন্য গ্রুপে সার্চের ফিচার উন্নত করা হয়েছে। এখন খুব সহজে স্থান, লিঙ্গ বা বয়স অনুসারে সার্চ করে গ্রুপের মেম্বারদের খুঁজে বের করা যাবে।

সিনেট অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/