Maintance

হোয়াটস অ্যাপে নিউজ শেয়ারের প্রবণতা বেড়েছে

প্রকাশঃ ১২:৫৬ অপরাহ্ন, জুন ২২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০০ অপরাহ্ন, জুন ২২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: সোশ্যাল মিডিয়া সাইটে নিউজ শেয়ারিংয়ের ক্ষেত্রে হোয়াটস অ্যাপ এখন টুইটারকে ছাড়িয়ে গেছে। নিউজ শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম হিসেবে শীর্ষ তিনে অবস্থান করছে হোয়াটস অ্যাপ।

তবে হোয়াটস অ্যাপে নিউজ শেয়ারিং বা আলোচনা করার মাত্রা একেক দেশ একেক রকম। মালয়েশিয়ায় হোয়াটস অ্যাপে নিউজ শেয়ারিংয়ের হার ৫০ শতাংশ। কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এই হার যথাক্রমে ৩ ও ৫ শতাংশ।

data-news-techshohor

Symphony 2018

বিশ্বের ৩৪ টি দেশে রয়েটার্স ইস্টিটিউটের দ্য স্টাডি অব জার্নালিজম নামে পরিচালিত এক জরিপ থেকে এসব তথ্য পাওয়া গেছে। এই জরিপে ইউরোপ, যুক্তরাষ্ট্র, এশিয়া, তাইওয়ান ও হংকংয়ের মোট ৭১,৮০৫ জন মানুষকে অর্ন্তভুক্ত করা হয়।

জরিপের তথ্য অনুযায়ী, নিউজ শেয়ারিংয়ের দিক দিয়ে সবার ওপরে রয়েছে ফেইসবুক। এরপরেই রয়েছে ইউটিউব। প্রায় সব দেশেই ফেইসবুক থেকে নিউজের লিঙ্কে ক্লিক করা বা নিউজ শেয়ারিংয়ের হার বেশি। তবে জাপান ও দক্ষিণ কোরিয়ায় ফেইসবুকের চেয়ে ইউটিউব ও কাকাও টক ব্যবহারের প্রবণতা বেশি।

বিবিসি অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/