Maintance

ব্যালেন্সে সহায়তা করবে সেন্সরযুক্ত ইয়োগা প্যান্ট

প্রকাশঃ ১:১৮ অপরাহ্ন, জুন ১৭, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৮ অপরাহ্ন, জুন ১৭, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফ্যাশন ও প্রযুক্তির মধ্যে সমন্বয়কারী প্রতিষ্ঠান ওয়্যারেবল এক্সপেরিমেন্ট তৈরি করেছে নতুন প্রযুক্তির ইয়োগা প্যান্ট। প্যান্টটির নাম দেওয়া হয়েছে ন্যাডিক্স।

এই প্যান্টে সেলাই করা আছে পাঁচটি সেন্সর। যা ইয়োগাকারীর শরীরকে ৩০টি ভিন্ন ধরনের অবস্থানে নিতে সাহায্য করে।

যখনই একটি ইয়োগা পোজে অবস্থান নেওয়া হবে প্যান্টের সেন্সরগুলো নির্দিষ্টভাবে ভাইব্রেট করা শুরু করবে। যাতে ইয়োগাকারীর পশ্চাদ্বেশ, হাঁটু ও গোড়ালির মধ্যে সমন্বয় বজায় থাকে।

ওয়্যারেবল এক্সপেরিমেন্টের সহ-প্রতিষ্ঠাতা বিলি হোয়াইট হাউজ জানিয়েছেন, প্যান্টটি ইয়োগা পোজ ঠিক করতে নয়, বরং ব্যালেন্স ঠিক করতে সহয়তা করবে।

প্যান্টটির নির্মাতা বেন মোইর জানিয়েছেন, এটি তৈরি করতে তার দুই বছর সময় লেগেছে। দেখে ডিভাইস মনে হবে না, টানলে বা ঘামলেও সেন্সর নষ্ট হবে না এরকম একটি প্যান্ট বানানো আসলেই অনেক কঠিন ছিল।

ন্যাডিক্স ইয়োগা প্যান্টটির মূল্য রাখা হয়েছে ৩০০ ডলার।

সিএনএন অবলম্বনে আনিকা জীনাত

*

*