Maintance

দেশের বাজারে হেলিও এস১০

প্রকাশঃ ১২:২৩ অপরাহ্ন, জুন ১৫, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৩ অপরাহ্ন, জুন ১৫, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে বিক্রি শুরু হয়েছে এডিসন গ্রুপের হেলিও সিরিজের স্মার্টফোন ‘হেলিও এস১০’।

বুধবার রাজধানীর একটি হোটেলে ফোনটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ, গ্রুপের ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল হক, ডিরেক্টর অব কর্পোরেট অ্যাফেয়ার্স অব. মেজর আবদুল মালেক মিয়াজী  এবং সেলস ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ ইরফানুল হক উপস্থিত ছিলেন।

ফোনটি অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেমচালিত। ফোনটি সেলফি তোলার জন্য বিশেষভাবে তৈরি  বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফোনটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ। পিছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল।

helio-s10-techshohor

Symphony 2018

৪০১০ এমএএইচ শক্তিশালী লি-পলিমার ব্যাটারি দেবে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ। রয়েছে ফার্স্ট চার্জিং সুবিধা। যাতে ৩০ মিনিটেই ৪৭শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।

৫.৫ ইঞ্চি বড় এবং কালারফুল আইপিএস ফুল এইচডি ২.৫ডি গ্লাস এর ডিসপ্লে এর সাথে ডিসপ্লে প্রটেকশনের জন্য ব্যাবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। ৪ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

কারো ও সোনালী রঙে এডিসন গ্রুপের সকল আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৯৯০ টাকায়। সঙ্গে  বিনামূল্যে একটি ব্যাকপ্যাক দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/