HP Banner
Maintance

যা থাকবে শাওমির নতুন ল্যাপটপে

প্রকাশঃ জুন ১১, ২০১৭, ০৭:২৬ - আপডেটঃ জুন ১১, ২০১৭, ০৫:২৮

Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি বছর দেখা মিলতে পারে শাওমি এমআই নোটবুক এয়ারের নতুন সংস্করণের। ল্যাপটপটি সম্পর্কে অনলাইনে ফাঁস হয়েছে তথ্য ও ছবি।

ফাঁস হওয়ার ছবি থেকে দেখা যায়, ডিভাইসটির ডিজাইন দেখতে পূর্বের সংস্করণে মতই। তবে হার্ডওয়্যার কিছু পরিবর্তন আনা হতে পারে।

তথ্যমতে, ১৩ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপে থাকবে ফিঙ্গার প্রিন্ট রিডার। এটি কোর আই৫ ও কোর আই৭ প্রসেসর সংস্করণে বাজার আসতে পারে। গ্রাফিক্স সুবিধা দিতে থাকতে পারে জিটিএক্স ৯৪০এমএক্স জিপিইউ। এছাড়া থাকতে পারে জিফোরস এমএক্স১৫০।

৮ জিবি র‍্যামের পাশাপাশি ১২৮ ও ২৫৬ জিবির ইন্টারনাল মেমোরি সংস্করণে বাজারে আসতে পারে ডিভাইসটি। ৪ সেলের ব্যাটারিতে থাকতে ফার্স্ট চার্জিং প্রযুক্তি। ফলে মাত্র ৩০ মিনিটের ৫০ শতাংশ চার্জ হবে এটি।

এছাড়া এতে ব্লুটু ৪.০, টাইপ সি, ইউএসবি ৩.০, এইচডিএমআই সুবিধা রয়েছে। ১.৩ কেজির ওজনের ডিভাইসটির সামনে থাকতে ওয়েকক্যাম যার সাহায্যে এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।

ধারণা করা হচ্ছে, চলতি বছরই দেখা মিলবে ডিভাইসটি। তবে শাওমি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

সর্বাধিক পঠিত