Maintance

ওয়ালটনের নতুন স্মার্টফোন

প্রকাশঃ ৫:০২ অপরাহ্ন, জুন ১০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:০২ অপরাহ্ন, জুন ১০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির নতুন মডেলের একটি স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন। ‘প্রিমো আরএম৩এস’ মডেলের ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।

ওয়ালটনের সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, হ্যান্ডসেটটিতে ব্যবহার হয়েছে ৫.২ ইঞ্চির অন সেল আইপিএস এইচডি প্রযুক্তির ২.৫ডি কার্ভড গ্লাসের ডিসপ্লে।

১৬.৭ মিলিয়ন কালার সাপোর্টেড ১২৮০*৭২০ পিক্সেলের পর্দা।  সঙ্গে রয়েছে ১.৩ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর,  ৩ জিবি র‌্যাম ও  ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা মেরোরি কার্ডের সাহয্যে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

RM3s-smartphone-walton-techshohor

Symphony 2018

ডিভাইসটির পেছনের রয়েছে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা।  ডুয়াল সিম সুবিধার ফোনটি থ্রিজি ও ফোরজি ফরম্যাট সমর্থন করে।

এতে ব্যবহার হয়েছে অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমে নোগাট ৭.০।

ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহমুদুল হাসান বলেন, নতুন মডেলের এই স্মার্টফোনটি গ্রাহককে দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ দেবে।

ফোনটি মোকা ও সোনালি এই দুই রঙে বাজারে ছাড়া হয়েছে। এর দাম রাখা হয়েছে ১৪ হাজার ৪৯০ টাকা।

আনিকা জীনাত

*

*

Related posts/