Maintance

তথ্যপ্রযুক্তি নীতিমালা যুগোপেযোগীকরণ নিয়ে কর্মশালা

প্রকাশঃ ৬:২২ অপরাহ্ন, জুন ৭, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৪ অপরাহ্ন, জুন ৭, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০১৫’ যুগোপযোগীকরণ (সংশোধন ও পরিমার্জন) উপলক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

তথ্যপ্রযুক্তি বিভাগ আয়োজিত কর্মশালাটি সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগের ফোকাল পয়েন্টদের নিয়ে অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) মিডিয়া বাজারে কর্মশালাটিতে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কর্মশালায় তথ্যপ্রযুক্তি নীতিমালার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার। পরে বেশ কয়েকজন আলোচনায় অংশ নেন।

Symphony 2018

innovation-policy-palak-techshohor

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক ইনোভেশন নীতিমালা করার কথা বলেন। এছাড়াও তিনি দেশে যেভাবে তথ্যপ্রযুক্তির অগ্রগতি হচ্ছে সেগুলার একটি ব্র্যান্ডিং স্ট্রাটেজি থাকা দরকার বলেও উল্লেখ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, সভাপতিত্ব করেন তথ্যপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ই-কমার্স প্রতিষ্ঠান বাগডুমের প্রতিষ্ঠাতা, এফবিসিসিআই পরিচালক ও ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহসান, এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরীসহ আরও অনেকে।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/