Maintance

পড়শীর ফেইসবুক ভক্ত ১০ লাখ ছাড়াল

প্রকাশঃ ২:১৫ অপরাহ্ন, মার্চ ১১, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৪১ অপরাহ্ন, মার্চ ১১, ২০১৪

তুহিন মাহমুদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ১০ লাখ ভক্তের মাইলফলক অতিক্রম করেছে সংগীতশিল্পী পড়শীর ফেইসবুক পেইজ। মঙ্গলবার সকালে নতুন এ উচ্চতায় পৌঁছায় পেইজটি।

এটিকে শুভক্ষণ হিসাবে উল্লেখ করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন পড়শী। ফেইসবুক পেইজে তিনি লিখেছেন, “আমার ভালো বন্ধুদের কারণেই এটা সম্ভব হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।”

Symphony 2018

Porshi Facebook page-TechShohor

পেইজটি লাইক করার জন্য ধন্যবাদ জানিয়ে পড়শী আরও লিখেছেন, “আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন। আমরা এখন ১ মিলিয়ন। সবার জন্য ভালোবাসা রইলো।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত পেইজটির মোট ভক্তের (ফ্যান) সংখ্যা ছিলো ১০ লাখ ২ হাজার ৪৭৬ জন।

*

*

Related posts/