![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর: সাইবার নিরাপত্তায় রিভ নতুন অ্যান্টিভাইরাস এনেছে। ‘রিভ অ্যান্টিভাইরাস মোবাইল সিকিউরিটি’ নামের অ্যান্ড্রয়েড চালিত এ অ্যান্টিভাইরাস মোবাইল ফোন বা ট্যাবে নিরাপত্তা দেবে।
অ্যান্টিভাইরাসটি যে কোনো ধরণের ভাইরাস, ম্যালওয়্যার বা অনলাইন আক্রমণ প্রতিরোধে সক্ষম বলে দাবি রিভের।
এতে ফোন ট্র্যাক করার ব্যবস্থাও রাখা হয়েছে। যে কোনো ফোন থেকে এসএমএস পাঠিয়ে বা ইন্টারনেট থেকে হারিয়ে যাওয়া ফোনের অবস্থান জানা যাবে। ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও অ্যালার্ম বেজে উঠবে। ফোনটি লক করে গুরুত্বপূর্ণ তথ্যও মুছে ফেলা যাবে।
গুগল প্লে স্টোর থেকে ‘রিভ অ্যান্টিভাইরাস মোবাইল সিকিউরিটি’ ইন্সটল করে ৩০ দিনের ট্রায়াল ব্যবহার করা যাবে।
চাইলে অ্যাপ থেকেও এক বছরের লাইসেন্স কেনা যাবে। বিস্তারিত জানতে ভিজিট করতে হবে এ ঠিকানায় ।
কোনো সহায়তা প্রয়োজন হলে কল করা যাবে ০১৮৪৪০৭৯১৮১ নম্বরে।
আনিকা জীনাত