Maintance

নতুন স্মার্টফোন হেলিও এস১০

প্রকাশঃ ২:৫০ অপরাহ্ন, জুন ৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৫০ অপরাহ্ন, জুন ৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে হেলিও সিরিজের আরও একটি ফোন আনছে এডিসন গ্রুপ। হেলিও এস১০ নামের ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ অপারেটিং সিস্টেম নোগাট ৭.০।

ডিভাইসটিতে সাড়ে পাঁচ ইঞ্চি পর্দার আইপিএস ফুল এইচডি ডিসপ্লের সাথে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রযুক্তি। সামনে ১৬ এবং পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Helio-S10-Techsohor

Symphony 2018

এয়ার ক্রাফট গ্রেড মেটাল বডির ফোনটিতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ বিট অক্টাকোর ১.৯৫ প্রসেসর, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ফোনটি প্রি-বুকিংয়ের জন্য উন্মুক্ত হচ্ছে বুধবার। প্রিবুক করার পর ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত আউটলেট এ গিয়ে দুই হাজার টাকা জমা দিয়ে গ্রাহককে তা কনফার্ম করতে হবে।

হ্যান্ডসেটটির দাম রাখা হচ্ছে ১৯ হাজার ৯৯০ টাকা মাত্র।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/