Maintance

অনলাইনে ছড়িয়ে পড়েছে সেলেনার নতুন বাড়ি

প্রকাশঃ ১:৩৩ অপরাহ্ন, জুন ৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ন, জুন ৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তারকাদের সবকিছুতেই আগ্রহ ভক্তদের। তাদের পোষা প্রাণী থেকে শুরু করে ভালো-মন্দ, ছোটখাট শখ সবকিছুই পইপই করে জানতে চান সবাই। পাপ্পারাজ্জিরা তক্কে তক্কে থাকেন তাদের সবকিছু ক্যামেরা বন্দি করতে। তাইতো এবার টিন ক্রেজ সেলেনা গোমেজের নতুন বাড়ির ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে।

মার্কিন এ সঙ্গীত শিল্পীর বাড়িতে কী আছে তা জানতে অনলাইনে চলছে সার্চ। লস এঞ্জেলেসের স্টুডিও সিটির বাড়িটি তিনি কিনেছেন সাড়ে ২২ কোটি ডলারে।

selena-gomez-house-techshohor

তার তিন হাজার ২০০ স্কয়ার ফুটের বাড়িটিতে আছে দুটি ফায়ার প্লেস, একটি লাইব্রেরি ও পুরানো ডিজাইনের কিচেন। তিন বেডরুমের একতলা এ বাড়ি তৈরি হয় ১৯৫১ সালে।

selena-studio-city-techshohor

সেলেনা তার বাড়িতে আলাদাভাবে একটি রেকর্ডিং স্টুডিও বানিয়েছেন। যেখানে থাকবে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও বাদ্যযন্ত্র।

selena-gomez-new-home-techshohor

এ বছর ‘ইট এইন্ট মি’ ও ‘ব্যাড লাইয়ার’ শিরোনামে তার দুটি একক গান বের হয়েছে। সামনেই নেইবার টু, ইন ডুবিশাস ব্যাটেল ও দ্য ফান্ডামেন্টালস অব কেয়ারিং নামে তার তিনটি ছবি মুক্তি পাবে।

নতুন বাড়িতে জনপ্রিয় এ তারকা কার সঙ্গে থাকছেন, অন্দরমহলটাই দেখতে কেমন তা জানতে চাইছেন ভক্তরা।

লস অ্যাঞ্জেলেস টাইমস অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/