Maintance

টুইটে মৃত্যুর গুজব নিয়ে শাহরুখের 'মশকরা'

প্রকাশঃ ৪:১২ অপরাহ্ন, জুন ৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:১২ অপরাহ্ন, জুন ৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  সেলিব্রেটিদের নিয়ে গুজব ছড়ানো নতুন কিছু নয়। এবার ‘ভয়বহ’ এক গুজব ছড়িয়েছে বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে। কয়েকদিন আগে বিদেশের বেশ কয়েকটি মিডিয়া এবং সামাজিক মাধ্যমে চাউর হয়েছিল, বিমান দুর্ঘটনায় শাহরুখের মৃত্যু হয়েছে এমন খবর।

কিন্তু সেই গুজবের ডালপালা মেলতে দেননি শাহরুখ। খোদ নিজেই টুইট করে জানিয়েছেন, বহাল তবিয়তেই তিনি বেঁচে আছেন। মজা করে নিজেও লিখেছেন, এই সপ্তাহে প্লেন দুর্ঘটনার শিকার হয়েও বেঁচে আছি। দুর্ঘটনা ঘটেছে শুটিং সেটে।

Shahrukh-khan-techshohor

পরিচালক ইমতিয়াজ আলির শুটিং সেটে ছাদ ভেঙে পড়লে দুজন আহত হন। তবে এতে শাহরুখের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণে কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে ছবিটির শুটিং।

আনিকা জীনাত

*

*

Related posts/