Maintance

বিশ্বকাপের পৃষ্ঠপোষক হলো ভিভো

প্রকাশঃ ৮:৩৮ পূর্বাহ্ন, জুন ১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪১ অপরাহ্ন, মে ৩১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ফিফার সাথে ছয় বছরের চুক্তি করেছে। এর মাধ্যমে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের দাপ্তরিক পৃষ্ঠপোষক হিসেবে থাকছে প্রতিষ্ঠানটি।

২০১৭ সালে রাশিয়াতে কনফেডারেশন কাপের মাধ্যমে এই চুক্তির আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। আগামী বছরের বিশ্বকাপ ফুটবল ও ২০২১ সালের কনফেডারেশন কাপ ও ২০২২ সালের কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের মাধ্যমে চুক্তি শেষ হবে।

vivo-x7-x7plus-TechShohor

Symphony 2018

এই চুক্তি চলমান থাকাকালীন ফিফার সকল ধরণের বিজ্ঞাপনী বিলবোর্ড, ভেন্যুর টিকিট, অন্যান্য অনুষ্ঠান, লিফলেট ও প্রচার-প্রচারণায় ভিভোর লোগো দৃশ্যমান থাকবে। অন্যদিকে ফুলবল ভক্তদের জন্য একটি বিশেষ ফোন বাজারে আনবে কোম্পানিটি।

এছাড়া চুক্তির আওতায় বিভিন্ন টুর্নামেন্ট চলাকালে ফিফার কর্মকর্তাদের ভিভো স্মার্টফোন ব্যবহার করতে হবে।

ভিভো আন্তর্জাতিকভাবে প্রচার-প্রসারে নানা উদ্যোগ নিয়ে থাকে। এটি তেমনই তৃতীয় উদ্যোগ। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর টাইটেল স্পন্সর এবং এনবিএ চীনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এছাড়া ভিভো এক্সপ্লে ৬ এর ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে স্টিফেন কারিকে আমন্ত্রণ জানিয়েছে।

জিএসএম এরিনা অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/