Maintance

সবচেয়ে পাতলা ফ্লিপ নোটবুক উন্মোচিত

প্রকাশঃ ১০:২১ অপরাহ্ন, মে ২৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৫ অপরাহ্ন, মে ২৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের সবচেয়ে পাতলা ও ফ্লিপ ল্যাপটপ বাস্তবে এসেছে। সোমবার এক বৃহৎ অনুষ্ঠানের মাধ্যমে আসুস তাদের এই নতুন ল্যাপটপ ‘আসুস জেনবুক ফ্লিপ এস’ উন্মোচন করেছে। তাইপেতে অনুষ্ঠিত হতে যাওয়া কম্পিউটেক্স টেকনোলজি শো’র আগেই এটি উন্মোচিত হলো।

নতুন জেনবুক ফ্লিপ এস মাত্র ১০ দশমিক ৯ মিলিমিটার পাতলা। তুলনা করলে এর বিপরীতে রয়েছে এইচপির স্পেক্টর এক্স৩৬০ (১৩ দশমিক ৮ মিলিমিটার) ও অ্যাপল ম্যাকবুক এয়ার (১৭ মিলিমিটার)।

ASUS Zenbook Flip S-TechShohor

তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা আসুসের এই ১৩ দশমিক ৩ ইঞ্চি ল্যাপটপকে ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। ফলে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে। এছাড়া এর ওজন মাত্র ১ দশমিক ১ কিলোগ্রাম যা এইচপি ও অ্যাপলের নোটবুকের থেকেও হালকা।

নোটবুকটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সেন্সর, ৪কে ডিসপ্লে, অনস্ক্রিণ পেন ইনপুট সমর্থিত উইন্ডোজ ১০ ইত্যাদি ফিটার। দাম নির্ধারণ হয়েছে ১ হাজার ৯৯ ডলার।

ম্যাশেবল অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/