Maintance

আসছে অপ্পো আর১১

প্রকাশঃ ৮:৫৩ পূর্বাহ্ন, মে ২৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৬ পূর্বাহ্ন, মে ২৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোন ব্র্যান্ড অপ্পোর পরবর্তী ফোন অপ্পো আর১১ উন্মোচনের তারিখ ফাঁস হয়েছে। উইবোতে একজন ব্যবহারকারীর ফাঁস করা পোস্টার মতে আগামী ১০ জুন ফোনটি উন্মোচন করার তারিখ উল্লেখ রয়েছে।

ইতিমধ্যেই স্মার্টফোনটি নিয়ে একাধিক গুঁজব শোনা গেছে ও তথ্য ফাঁস হয়েছে। সম্প্রতি চীনে টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ টিনা কর্তৃক ডিভাইসটির সার্টিফিকেশন প্রকাশ পেয়েছে। যেখানে ডিভাইসটির প্লাস সংস্করণের তথ্যও রয়েছে।

OPPO-R11-TechShohor

প্রকাশিত তথ্য মতে, নতুন এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, পিছনে ১৬ মেগাপিক্সেল ও ২০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। অসাধারণ সেলফি তোলার জন্য থাকছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের এই ফোনে আরও থাকছে ৪ গিগাবাইট র‍্যাম ও ২৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

এছাড়া প্লাস সংস্করণের ফোনটির পার্থক্য হলো এর ডিসপ্লে ৬ ইঞ্চি এবং র‍্যাম ৬ গিগাবাইট। এছাড়া রয়েছে ৩৮৮০ মিলিঅ্যাম্পিয়ার।

জিএসএম এরিনা অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/