Maintance

নতুন প্রযুক্তির ডেটা সেন্টার বানাচ্ছে ফেইসবুক

প্রকাশঃ ২:১১ অপরাহ্ন, মার্চ ৯, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ২:১১ অপরাহ্ন, মার্চ ৯, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্য সংরক্ষণে মানুষ যুগে যুগে বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করেছে। প্রথমে মুখস্থ করে, এরপর চিত্র ও লেখার সাহায্য বছরের পর বছর তথ্য সংরক্ষণ করা হয়েছে। প্রযুক্তির কল্যাণে এ ব্যবস্থায় চমকপ্রদ উন্নয়ন ঘটেছে। এখন তথ্য সংরক্ষণ করতে ব্যবহার হচ্ছে ডেটা সেন্টারও। এবার ডেটা সেন্টারের ক্ষেত্রে নতুন প্রযুক্তি যোগ করার কথা জানিয়ে চমক দিয়েছে ফেইসবুক।

বিশ্বের শীর্ষ জনপ্রিয় সামাজিক মাধ্যম কর্তৃপক্ষ প্রথম ‘র‍্যাপিড ডেভলপমেন্ট ডেটা সেন্টার’ (আরডিডিসি) ডিজাইন সমৃদ্ধ সেন্টার তৈরির ঘোষণা দিয়েছে। এটি ডেটা সেন্টারের সবচেয়ে কার্যকরী এবং উন্নত প্রযুক্তি।

facebookdata_techshohoor

Symphony 2018

সেন্টারটি গড়ে তোলা হবে সুইডেনের লুলিয়া শহরে। যেখানে ফেইসবুকের প্রথম প্রথম আন্তর্জাতিক ডেটা সেন্টার অবস্থিত।

এ বছরের ওপেন কম্পিউট প্রজেক্টে (ওসিপি) সম্মেলনে ফেইসবুক কর্তৃপক্ষ আরডিডিসি ডিজাইন নিয়ে ৯৭ পৃষ্ঠার এক উপস্থাপনা তুলে ধরে। যেখানে আরডিডিসির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন প্রযুক্তি যোগ করার ফলে ডেটা সেন্টার আরও উন্নত হবে এবং আগের সকল তথ্য সেন্টার থেকে দ্রুত গতিতে পাওয়া যাবে।

দ্যা নেক্সট ওয়েব অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/