Maintance

মোড়ানো যাবে স্যামসাংয়ের ডিসপ্লে

প্রকাশঃ ১২:৫৬ পূর্বাহ্ন, মে ২৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৬ পূর্বাহ্ন, মে ২৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শিগগিরই ভাঁজযোগ্য স্মার্টফোন বাস্তবে দেখা যাবে। আর এক্ষেত্রে প্রয়োজন হবে মোড়ানো সম্ভব এমন ডিসপ্লে প্যানেল। তেমনই নতুন ডিসপ্লে প্যানেল আনছে প্রযুক্তি পণ্যের জায়ান্ট স্যামসাং। চলতি সপ্তাহে ইউ.এস ট্রেড ফেয়ারে বিশ্বের প্রথম ‘মোড়ানো’ সম্ভব এমন ডিসপ্লে প্রদর্শন করবে কোম্পানিটি।

দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠান জানিয়েছে, ২৩ থেকে ২৫ মে লস এঞ্জেলসে দ্য সোসাইটি ফর ইনফরমেশন ডিসপ্লে ২০১৭ এর ৯ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লে প্রদর্শন করা হবে।

নতুন এই ডিসপ্লে পরিধানযোগ্য, বাঁকানো ফোন এবং গাড়িতে ব্যবহার করা যাবে, যা ১২ মিলিমিটার পর্যন্ত যেকোনো দিকে মোড়ানো সম্ভব।

Symphony 2018

stretchable display Samsung-TechShohor

বর্তমানে বাঁকানো ওএলইডি যেকোনো একদিকে ভাঁজ করা যায়। কিন্তু নতুন এই ওএলইডি উপর-নিচ, উভয় পাশে বাঁকানো, ভাঁজ বা গোলাকার করা যাবে।

নতুন এই প্রযুক্তি পণ্য নিয়ে এখনও গবেষণা ও উন্নয়ন কাজ চলছে। তাই এই ডিসপ্লে ব্যবহার করে ঠিক কবে নাগাদ মোবাইল ফোন বাজারে আসতে পারে তা জানায়নি স্যামসাংয়ে মুখপাত্র।

ম্যাশেবল অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/