Maintance

নকিয়া ৯ এর ফিচার ফাঁস

প্রকাশঃ ৫:১২ অপরাহ্ন, মে ২১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৬ অপরাহ্ন, মে ২১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এক সময়ের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড নকিয়া এবার অত্যাধুনিক প্রযুক্তির নকিয়া ৯ স্মার্টফোনটি বাজারে আনতে যাচ্ছে।

তবে বাজারে আসার আগেই ফাঁস হয়েছে এর ফিচার সংক্রান্ত  কিছু তথ্য।

ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ৫.৫ ইঞ্চি পর্দার স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরের এই ফোনটিতে রয়েছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার।

গুঞ্জন উঠেছে এটি হবে নকিয়ার প্রথম ডুয়েল ক্যামেরা ফোন। এর পেছনে থাকবে ১৩ মেগাপিক্সেলের ডুয়েল লেন্সের ক্যামেরা। সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। সামনের ক্যামেরাটি হবে ১২ মেগাপিক্সেলের।

Symphony 2018

nokia-techshohor

এতে চলবে অ্যান্ড্রয়েডের নোগাট ৭.১.১ অপারেটিং সিস্টেম। তবে ফোনটির ৩৮০০ এমএএইচের ব্যাটারি আলাদা করে খোলার কোনো সুযোগ রাখা হয়নি।

ডিভাইসটিতে র‍্যাম হিসেবে থাকতে পারে ৪ জিবি। ইন্টারনাল স্টোরেজ থাকবে ৬৪ জিবি। শোনা যাচ্ছে,  নীল রঙের ফোন নকিয়া ৯ এর দাম রাখা হবে ৭০০ পাউন্ড।

ফোন বিক্রিতে ধস নামার পর ২০১৪ সালে নকিয়াকে অধিগ্রহণ করে টেক জায়ান্ট মাইক্রোসফট। এরপর ২০১৬ সালে ফিনিস কোম্পানি এইচএমডি গ্লোবাল মাইক্রোসফটের কাছ থেকে ফোন ব্যবসার আংশিক মালিকানা কিনে নেয়। লাইসেন্সের চুক্তি অনুযায়ী এইচএমডি নকিয়া নামটি বহাল রেখেই নতুন স্মার্টফোন উৎপাদন শুরু করেছে।

গ্যাজেট থিসিক্সটি ডিগ্রি অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/