Maintance

২০ বছরে এইচটিসি, অজানা পাঁচ কথা

প্রকাশঃ ৫:২৭ অপরাহ্ন, মে ২০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৫ পূর্বাহ্ন, মে ২১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তাইওয়ানের ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি ২০ বছরের পা দিলো। ১৯৯৭ সালের মে মাসে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল। দুই দশক পূর্তিতে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

৩ মিনিট ২ সেকেন্ডের ভিডিওটিতে ধারাবাহিকভাবে এইচটিসি কোন কোন ডিভাইস বাজারে এনেছিলো এবং প্রতিষ্ঠানটির বিষয়ে কয়েকটি নতুন তথ্য তুলে ধরা হয়েছে।

htc-techshohor

১. ফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি পেলেও এইচটিসির পূর্ণনাম হাই টেক কম্পিউটার কর্পোরেশন। প্রতিষ্ঠানটি শুরুর দিকে নোটবুক কম্পিউটার প্রস্তুত করতো।

২. উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা প্রথম ফোনটি এইচটিসি প্রস্তুত করে ২০০২ সালে।

৩. ২০০৭ সালে ডুপড ইন্টারন্যাশনাল নামে একটি মোবাইল প্রতিষ্ঠান অধিগ্রহণ করে এইচটিসিটি। ২০০৯ সালে ‘quietly brilliant’ ট্যাগ লাইন যুক্ত করে প্রতিষ্ঠানটি।

Symphony 2018

৪. এইচটিসি ইভো ৪জি নামে বিশ্বের প্রথম ফোরজি সুবিধার ফোন তৈরি করেছিলো প্রতিষ্ঠানটি।

৫. গ্রাহকদের ব্যবহারের উপযোগী করে প্রথম অ্যান্ড্রয়েড চালিত ফোন  বাজারে এনেছিলো প্রতিষ্ঠানটি।

এছাড়া উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ২০০৫ সালে থ্রিজি ফোন তৈরি করে এইচটিসি। জিপিএসযুক্ত ফোনও সেই সময় তৈরি করেছিলো প্রতিষ্ঠানটি।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

আরও পড়ুন: 

*

*

Related posts/