Maintance

দেশে আসলো এইচটিসি এক্স৯

প্রকাশঃ ৪:১৬ অপরাহ্ন, মে ১৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৬ অপরাহ্ন, মে ১৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে এইচটিসি এক্স৯ মডেলের স্মার্টফোন এনেছে  ইউনিয়ন গ্রুপের সিপিএল।

বিক্রয় প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ারের সঙ্গে বুধবার স্মার্টফোনটির মোড়ক উন্মোচন করে প্রতিষ্ঠানটি।

৫.৫ ইঞ্চি পর্দার এই ফোনটির পর্দার রেজুলেশন ১০৮০*১৯২০ পিক্সেল। রয়েছে অ্যান্ড্রয়েড ৬ মার্শমেলো অপারেটিং সিস্টেম ।

অক্টা-কোর ২.২ গিগাহার্জ প্রসেসর। রয়েছে তিন জিবি র‍্যাম ও ৩২ জিবি রম। যা কার্ডের সাহায্যে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।

Symphony 2018

HTC X(-Techshohor

পিছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। আর সামনে থাকছে ৫ মেগাপিক্সেল। আর ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে ৩০০০ লি-আইয়ন এমএএইচ।

ফোনটি বাংলাদেশ উন্মোচন অনুষ্ঠানে এইচটিসির কী অ্যাকাউন্ট ম্যানেজার (সেলস) প্রশান্ত, ইউনিয়ন গ্রুপের পরিচালক (মোবাইল ডিভিশন) মাহাবুব হোসেন, বিজনেস কট্রোলার আসিফ আলমগীর, হেড অব সেলস সাদ মো. মিলকান, বিজনেস ম্যানেজার ইমতিয়াজ মেহেদী, গ্যাজেট অ্যান্ড গিয়ারের ম্যানেজিং ডিরেক্টর নূরে আলম শিমুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এইচটিসি এক্স৯ পাওয়া যাচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সকল আউটলেটে।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/