Maintance

২০০ কোটির মাইলফলকে অ্যান্ড্রয়েড

প্রকাশঃ ৮:৪০ পূর্বাহ্ন, মে ১৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৪ অপরাহ্ন, মে ১৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: বর্তমানে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ কোটি। গুগলের আই/ও ডেভেলপার কনফারেন্সে এই তথ্য জানিয়েছেন শীর্ষ প্রযুক্তি জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।

গুগলের সবচেয়ে বড় বার্ষিক আয়োজনের শুরুটা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা ঘোষনা দিলে উদযাপন শুরু হয়।

Android 2 billion user-TechShohor

Symphony 2018

সক্রিয় মোবাইল ডিভাইসের ব্যবহারকারীর সংখ্যার পাশাপাশি পিচাই গুগলের আরও সাতটি সেবার ব্যবহারকারীর সংখ্যা ঘোষনা করেন। সার্চ, অ্যান্ড্রয়েড, ক্রোম, ইউটিউব, ম্যাপস, গুগল প্লে এবং জিমেইল মিলে প্রতিমাসে সর্বমোট ব্যবহারকারী ১০০ কোটি বলে জানান পিচাই।

সর্বশেষ তথ্যমতে, বর্তমানে প্রতিমাসে গুগল ড্রাইভ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮০ কোটি। এছাড়া প্রতিমাসে গুগল ফটো ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে।

এর আগে ২০১৪ সালের গুগল আই/ও ডেভেলপার কনফারেন্সে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারী ১০০ কোটিতে পৌছানোর ঘোষনা দেওয়া হয়।

ম্যাশেবল অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/