Maintance

গুগল আনছে তিন ফোন, একটির তথ্য ফাঁস

প্রকাশঃ ২:৩৭ অপরাহ্ন, মে ১৭, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৯ অপরাহ্ন, মে ১৭, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুঞ্জন শোনা যাচ্ছে, গুগল চলতি বছর এক বা দুটি নয়, তিনটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে হাজির হচ্ছে।

বাজারে আসতে যাওয়া গুগলের ফোনগুলো হলো পিক্সেল ২, পিক্সেল ২ এক্সএল ও পিক্সেল ২ এক্সএক্সএল। আর এই তিনটি মডেলের কোড নাম দেওয়া হয়েছে যথাক্রমে মাসকি, ওয়ালআই ও তাইমেন।

ডিভাইসগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে পিক্সেল ২ সম্পর্কে বেশকিছু তথ্য ফাঁস হয়েছে অনলাইনে।

সম্প্রতি গিকবেঞ্চ গুগলের পিক্সেল ২ এর কনফিগারেশন প্রকাশ করেছে।

Google-pixel-2-Techshohor

Symphony 2018

সেই তথ্য থেকে জানা যাচ্ছে, ডিভাইসটিতে থাকতে পারে ১.৯০ গিগার্হাজ প্রসেসর। আরেকটি প্রসেসর ৮ কোর সমৃদ্ধ। এতে থাকতে পারে ৪ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ও অপারেটিং সিস্টেম দিয়ে এই বছরের শেষে বাজারে আনছে প্রতিষ্ঠানটি।

গুগলের পিক্সেল ২ হ্যান্ডসেটে সামনে থাকছে ১২ দশমিক ৩ মেগাপিক্সেলের ক্যামেরা। তবে পিছনের ক্যামেরার রেজুলেশন কী হবে সেটা জানা যায়নি।

এর পাঁচ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের সঙ্গে থাকছে কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ল্যাপড্রাগন ৮৩৫। যা মার্কিন সংস্করণের স্যামসং গ্যালাক্সি এস ৮ এ ব্যবহার করা হয়েছিল।

সব মিলিয়ে তাইমেন ফোনটির ওজন ১০০ কিলোগ্রাম। এ থেকে ধারনা করা হচ্ছে ফোনটি আকারে ট্যাবলেট পিসি নেক্সাস নাইনের সমান হবে।

ফোর্বস অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/