Maintance

ওমেন বাই এইচপিতে গেইমারদের উল্লাস

প্রকাশঃ ৬:১০ পূর্বাহ্ন, মে ১০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:১০ পূর্বাহ্ন, মে ১০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গেইমিংয়ের জন্য বিশেষভাবে তৈরি ‘ওমেন বাই এইচপি’ মডেলের নতুন নোটবুক পিসিতে নতুন অভিজ্ঞতায় উল্লসিত গেইমাররা।

এইচপি ওমেন গেইমিং ফেস্টে অংশগ্রহণকারী গেইমাররা বলছেন, স্বাচ্ছন্দ্য ও অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে দারুণ পারফম্যান্স পাওয়া গেছে এই নোটবুক পিসিতে।

রাজধানীর আগারগাঁওয়ের একটি হোটেলে মঙ্গলবার এই গেইমিং ফেস্ট শুরু হয়। প্রাথমিক বাছাইয়ের পর এতে অংশ নেয়ার সুযোগ পায় ৮টি দল। পাঁচ সদস্য মিলে একটি দল হয়েছে।

hp omen

দিনব্যাপী লড়াই শেষে ফাইনালে উঠে ইন্সটিংক্ট ই-স্পোর্টস এবং ইনফারনাল গেইমিং দল দুটি।

অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো, কল অব ব্রাদারস, মোড মেকানিকস, ডেথলি হলোস, এভিক গেইমিং, র‌্যাটেলার্স ই-স্পোটর্স ও ইনটক্সিকেটেড গেইমিং।

বুধবার চূড়ান্ত পর্বে লড়বে দুই দল। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হওয়া দলগুলোর জন্য উল্লেখযোগ্য অংকের প্রাইজমানি থাকছে।

এদিন হোটেলটিতে এইচপি ইনকর্পোরেশনের এই নতুন গেইমিং পিসি উম্মোচন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। গেইমাররা জানান, ডিভাইসের সক্ষমতা, পোর্টেবিলিটি ও আকর্ষণীয় স্টাইলের ডিজাইনের দিকে নির্মাতারা বেশ নজর দিয়েছেন।

আল-আমীন দেওয়ান

*

*

Related posts/