Maintance

ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের জন্য বিটিসিএলের কল সেন্টার

প্রকাশঃ ৮:২৫ অপরাহ্ন, মে ৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৫ অপরাহ্ন, মে ৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের ইন্টারনেট সংযোগ বিষয়ক সেবা দিতে কল সেন্টার চালু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনন্স কোম্পানি বিটিসিএল।

মঙ্গলবার বিটিসিএল জানায়, ফাইবার অপটিক ক্যাবলে ইতোমধ্যে ১ হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ২ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে।

call-center

উদ্যোক্তাদের দ্রুত ও ভোগান্তিমুক্ত সেবা দেয়ার জন্য এই কল সেন্টার চালু করা হয়েছে বলে জানায় কোম্পানিটি।

১৬৪০২ নাম্বারে কল করে এখন হতে ইন্টারনেট সংযোগ বিষয়ে সব সেবা পাবেন তারা।

আল-আমীন দেওয়ান

১ টি মতামত

  1. মো.মেহেদী হাসান টুটুল said:

    আমি পিডিসি সারিয়াকান্দি আমি কোন সেবা তে দুরের কথা বসার জায়গা নাই আমি শুরু থেকে একজন ছেলে ও মেয়ে উদোক্তা জন্মনিবন্ধনসহ সকল সেবা দিতে পারি তে দিতে পারিনা শুধু দেখতে হয়?

*

*

Related posts/