Maintance

এমআই ৬ ফোনে : যে কারণে বাদ যাচ্ছে হেডফোন জ্যাক

প্রকাশঃ ৯:০০ পূর্বাহ্ন, মে ৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ পূর্বাহ্ন, মে ৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গত মাসে শাওমি চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন এমআই ৬ ঘোষনা করে। অনুসন্ধানে জানা গেছে, সর্বশেষ আইফোনের মতোই নতুন এই ফোনে বাদ যাচ্ছে হেডফোন জ্যাক।

শাওমিকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে অ্যাপলের মতোই কারণ দেখায় কোম্পানিটি। অ্যান্ড্রয়েড সেন্ট্রালকে দেওয়া মন্তব্যে জানা হয়, অন্যান্য কম্পোনেন্ট বিশেষ করে বড় ব্যাটারি যুক্ত করার জন্যই শাওমির এই ফোনে হেডফোন জ্যাক থাকছে না।

xiaomi-mi6-techshohor

Symphony 2018

এমআই ৬ এর ৩৩৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে। যা এমআই ৫ এর ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির চেয়ে স্বাভাবিকভাবেই বড়।

হেডফোন জ্যাক বাদ দিয়ে নতুন ফোনে ইউএসবি-সি কানেক্টর থাকবে অডিও আউটপুটের জন্য। এছাড়া থাকবে ব্লুটুথও। শাওমি জানায়, ইউএসবি-সি অডিও জনপ্রিয় হচ্ছে এবং এর মাধ্যমে অধিকতর ভালো অডিও অভিজ্ঞতা পাওয়া যাবে।

জিএসএম এরিনা অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/