Maintance

মাইক্রোসফটের নতুন ল্যাপটপ

প্রকাশঃ ৭:১০ অপরাহ্ন, মে ৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৫ অপরাহ্ন, মে ৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  নতুন সারফেস ল্যাপটপ বাজারে এনেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

১৩.৫ ইঞ্চি ডিসপ্লের ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে উইন্ডোজ ১০ এস।

মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে এক অনুষ্ঠানে মাইক্রোসফট নতুন ল্যাপটপটির উন্মুক্ত করে।

microsoft-techshohor

অনুষ্ঠানে মাইক্রোসফট ডিভাইসেস বিভাগের প্রধান প্যানস প্যানায় বলেন, ল্যাপটপটিতে নতুন উইন্ডোজ ১০ এস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটির ফলে আরও দ্রুত গতির নিশ্চিয়তা দেবে ল্যাপটপটি। এছাড়া ল্যাপটপটিতে পিক্সেল সেন্স ডিসপ্লে ব্যবহার হয়েছে, যাতে সারফেস পেন সমর্থন করবে।

দেখতে হালকা পাতলা ধরনের ল্যাপটপটি ব্যবহার করা হয়েছে শক্তিশালী ব্যাটারি। ফলে টানা ১৪ ঘণ্টা চার্জ থাকবে ডিভাইসটিতে। ডিভাইসটি ওজন মাত্র ১ কেজি ৫২ গ্রাম। এছাড়াও এতে রয়েছে হেডফোন জ্যাক, মিনি ডিসপ্লেপোর্ট, ইউএসবি পোর্ট সুবিধা।

কোর আই ফাইভ প্রসেসর, ১২৮ জিবি এসএসডি, ৪ জিবি র‍্যাম, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬২০ সংস্করণটির মূল্য ৯৯৯ মার্কিন ডলার। একই প্রসেসর যুক্ত ২৫৬ জিবি এসএসডি, ৮ জিবি র‍্যামের সংস্করণটি মূল্য ১ হাজার ২৯৯ মার্কিন ডলার।

কোর আই সেভেন প্রসেসর যুক্ত ২৫৬ জিবি এসএসডি, ৮ জিবি র‍্যাম, ইন্টেল প্লাস গ্রাফিক্স ৬৪০ সংস্করণটির মূল্য ১ হাজার ৫৯৯ মার্কিন ডলার। একই প্রসেসর যুক্ত ৫১২ জিবি এসএসডি, ১৬ জিবি র‍্যামের সংস্করণটি মূল্য ২ হাজার ১৯৯ মার্কিন ডলার।

সিনেট অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/