Maintance

নতুন গেইমিং ল্যাপটপ আনলো এসার

প্রকাশঃ ১:২৯ অপরাহ্ন, মে ২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:২৯ অপরাহ্ন, মে ২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজারে এসার ভিএক্স১৫ মডেলের নতুন গেইমিং পিসি নিয়ে এসেছে পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

ইন্টেল সপ্তম প্রজন্মের ৭৭০০এইচকিউ মডেলের কোর আই সেভেন প্রসেসরের  ল্যাপটপটিতে রয়েছে আট জিবি ডিডিআর৪ র‌্যাম, এনভিদিয়া জিফোর্স জিটিএক্স ১০৫০ মডেলের ৪ জিবি গ্রাফিক্স কার্ড।

Acer-Laptop-Gaming-Techshohor

১২৮ জিবি এসএসডি, এক টেরাবাইট হার্ডড্রাইভ। রয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে।

এছাড়াও ব্লটুথ, ওয়াইফাই এবং ব্যাকলিট কীবোর্ড রয়েছে ল্যাপটপটিতে।

২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ৯৭ হাজার ৫০০ টাকা।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/