Maintance

৫০ কোটির মাইলফলকে লিংকডইন

প্রকাশঃ ৮:৫১ পূর্বাহ্ন, এপ্রিল ২৫, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৩ অপরাহ্ন, এপ্রিল ২৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফটের মালিকানাধীন প্রফেশনাল নেটওয়াকিং সাইট লিংকডইন নতুন মাইলফলক অর্জন করেছে। সাইটটিতে বর্তমানে ৫০ কোটির অধিক নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার এক ব্লগ পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

লিংকডইনের এই অগ্রগতি অবশ্যই সাফল্যজনক। ২০১৫ সালের অক্টোবরে যেখানে ৪০ কোটি গ্রাহক ছিলো, ২০১৬ সালের আগস্টে সেটি ৪৫ কোটিতে পৌছে। মাত্র ৮ মাসের ব্যবধানে আরও ৫ কোটি গ্রাহক বেড়েছে। ফেইসবুক ও হোয়াটসঅ্যাপের তুলনায় সামান্য পিছিয়ে রয়েছে সাইটটি।

Linkedin-TechShohor

Symphony 2018

যদিও গল্পটা এভাবেই শেষ নয়! যেখানে ফেইসবুকের ব্যবহারকারীরা প্রতিদিন সেবাটি ব্যবহার করেন, সেখানে লিংকডইনের মাত্র ২৫ শতাংশ ব্যবহারকারী মাসে মাত্র একবার সাইটটি ভিজিট করে।

বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার দেওয়া তথ্য আরও খারাপ। তাদের মতো লিংকইনের প্রায় অর্ধেক ব্যবহারকারী মাসে একবার সাইটটি ব্যবহার করে।

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/