Maintance

১১ রঙে পাওয়া যাবে শাওমি এমআই ৬

প্রকাশঃ ৮:৪৫ পূর্বাহ্ন, এপ্রিল ২২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৪ অপরাহ্ন, এপ্রিল ২২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গত সপ্তাহে উন্মোচিত হয়েছে শাওমির নতুন ফোন এমআই ৬ । ৬ গিগাবাইট র‍্যাম ও স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর নিয়ে স্মাটফোনটিতে রয়েছে ৫.১৫ ইঞ্চির ডিসপ্লে। ফোনটির শিগগিরই বাজারে আসবে। তাই শাওমিপ্রেমীদের নানা উৎসাহ রয়েছে ফোনটি নিয়ে।

চীনের টিনা ডকুমেন্টেশনে নতুন তথ্য বেরিয়ে এসেছে। অনেকগুলো রঙে আসবে নতুন এই ফোন। যার মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে চারটি রঙের ফোন সামনে আনা হবে।

xiaomi-mi6-techshohor

Symphony 2018

টিনা লিস্টিংয়ে দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটি প্রাথমিকভাবে চীনের বাজারে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে ফোনে স্ক্রিণ রেজ্যুলেশন, আকার, ব্যাটারির আকার, রঙসহ বিভিন্ন তথ্য রয়েছে তাতে।

ঘোষিত রঙগুলোর মধ্যে রয়েছে কালো, সাদা, নীল ও সিলভার। এছাড়া পরবর্তীতে গোল্ড, গ্রে, পিং, ডার্ক গ্রে, চেরি ব্লুসম, ফ্রস্টেড ব্ল্যাক ও শ্যাম্পেন গোল্ড রঙে ফোন বাজারে আনা হবে। যদিও অধিকাংশ রঙের ফোনই শুধুমাত্র চীনের বাজারে বিক্রি করা হবে।

জিএসএম এরিনা অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/