Maintance

চলতি মাসেই জিওনির নতুন ফোন

প্রকাশঃ ৮:২০ অপরাহ্ন, এপ্রিল ১৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৬ অপরাহ্ন, এপ্রিল ১৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  নতুন ফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে চীনা ফোন নিমার্তা প্রতিষ্ঠান জিওনি। চলতি মাসের ২৪ তারিখ এম৬এস প্লাস নামে ফোনটি উন্মুক্ত করা হবে।

প্রতিষ্ঠানটির গত বছর জুলাই মাসে এম৬ এবং এম৬ প্লাস উন্মুক্ত করেছিলো। সেই ধারবাহিকতায় নতুন এই সংস্করণটি নিয়ে হাজির হলো জিওনি। নামকরণের ক্ষেত্রে আইফোনকে অনুসরণ করেছে প্রতিষ্ঠানটি।

misplus
এই ফোনটিতে থাকতে পারে হেলিও চিপসেট। ৪ এবং ৬ গিগাবাইট র‍্যামের সংস্করণ ডিভাইসটি পাওয়া যেতে পারে। ধারণা করা হচ্ছে ফোনটি থাকতে পারে শক্তিশালী ৬ হাজার ২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তবে ফোনটিতে কতো মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে সেই সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

Symphony 2018

ফোনটি পূর্বের এম৬ ও এম৬ প্লাসের মতই হতে পারে। ডিভাইসটিতে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত হোম বাটন। এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি সুবিধা তো থাকবেই।

এদিকে ১৯ তারিখ উন্মুক্ত হতে যাচ্ছে শাওমির এমআই৬ ফ্ল্যাগশিপ ডিভাইস। বর্তমানের ফোনের বাজারে জিওনি থেকে শাওমি বেশ এগিয়ে আগে। তবে পিছিয়ে পড়তে চায় না জিওনি তাই তো নিত্য নতুন ডিভাইস এনে বাজার মাতাতে চায়।

ফোন এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/