Maintance

এইচটিসির নতুন ফোনের তথ্য ফাঁস

প্রকাশঃ ৭:৪২ অপরাহ্ন, এপ্রিল ১৭, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৫ অপরাহ্ন, এপ্রিল ১৭, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি বছর নতুন ইউ সিরিজের ফোন নিয়ে বাজারে হাজির হতে যাচ্ছে এইচটিসি।

কয়েক সপ্তাহ ধরে ফোনটি নিয়ে গুঞ্জন চলছে। এবার তথ্য ফাঁসের বিখ্যাত টুইটার অ্যাকাউন্ট ইভান ব্লাস ফোনটির ছবি ও তথ্য প্রকাশ করেছে।

ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ফোনের পিছনে রয়েছে ক্যামেরা ও ফ্ল্যাশ। কালো রঙের ফোনটিতে রয়েছে মেটাল বডি। ডিসপ্লের উপরে রয়েছে ক্যামেরা এবং নিচের দিকে রয়েছে ফিজিক্যাল হোম বাটন।

htc-techshohor

Symphony 2018

ফোনটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। ৫.৫ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লের পাশাপাশি ছবি তোলার জন্য পিছনে থাকতে পারে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফির দিকে বিশেষ নজর দিতে ফোনটির সামনে থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

ইন্টারনাল স্টোরেজের উপর নির্ভর করে ৬৪ এবং ১২৮ গিগাবাইট মেমোরি সংস্করণে পাওয়া যেতে পারে ডিভাইসটি। যাতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৭.১ নোগাট থাকবে।

এছাড়াও ফোনটিতে থাকতে পারে বিশেষ জেসচার সুবিধা। যার ফলে কাস্টমাইজ করে ফোনটি নিয়ন্ত্রণ করা যাবে আরও সহজে।

ফোনটি চলতি মাসেই বাজারে উন্মুক্তের ঘোষণা আসতে পারে। তবে গ্রাহকদের হাতে পৌঁছাতে পারে আগামী মাসে। যদিও এইচটিসি এখনো অফিসিয়ালি কোন তথ্য জানায়নি।

জিএসএম এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/