Maintance

নববর্ষের শুভেচ্ছা জানাল গুগল

প্রকাশঃ ৩:৩২ অপরাহ্ন, এপ্রিল ১৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩২ অপরাহ্ন, এপ্রিল ১৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডুডল করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে গুগল। গুগলের হোম পেইজে গেলেই সার্চ ঘরটির উপরে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা দেখা যাবে।

শোভাযাত্রার অ্যানিমেশনে ক্লিক করলে একটি চলতে শুরু করে। এছাড়া লিংকটিতে গেলে বাংলা নববর্ষের ইতিহাস ও বিভিন্ন তথ্য দেখানো হচ্ছে।

ডুডল সাইটে রোমান হরফ বাংলায় ‘শুভ নববর্ষ’ লিখে বলা হয়েছে, আজকের ডুডল পহেলা বৈশাখের। বাংলা নববর্ষের প্রথম দিন। বাঙালি সম্রাট আকবর চারশত বছর পূর্বে এই বাংলা ক্যালেন্ডারের প্রচলন করেন।

google.noboborso

Symphony 2018

বছরের শুরুর দিতে ব্যবসায়ীরা হালখাতা খোলেন। এটি উৎসবের অনুসঙ্গ। শোভাযাত্রাসহ এদিন বাংলাদেশ রঙিন সাজে হাজির হয়। দেশের সবখানে গাওয়া হয় ‘এসো, হে বৈশাখ’ ঐতিহ্যের গান। বাংলা খাবার পান্তাভাত ও ইলিশ মাছ খাওয়া হয়।

এদিন রাজপথের শোভাযাত্রায় অনেক চারুকলা, শিল্প , মুখোশ নিয়ে বহু মানুষ অংশ নেয়। যা অশুভ শক্তিকে তাড়ানো ও শান্তি, সুখ এবং শুভ শক্তির আগমনী বার্তার প্রতীক।

আল-আমীন দেওয়ান 

 

*

*

Related posts/