Maintance

তাইওয়ানে আবারও চালু হচ্ছে উবার

প্রকাশঃ ৮:৩৮ পূর্বাহ্ন, এপ্রিল ১২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ অপরাহ্ন, এপ্রিল ১১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রায় দুই মাস সেবা বন্ধ থাকার পর তাইওয়ানে আবারও চালু হচ্ছে অ্যাপভিত্তিক কার ভাড়ার সেবা উবার। এজন্য কোম্পানিটিকে স্থানীয় আইনের উপর ভিত্তি করে বিজনেস মডেল সংশোধন করা লেগেছে।

তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত সংবাদে এই তথ্য জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের পর থেকে সেবাটি গ্রহণ করতে পারবেন আগ্রহীরা।

গত ফেব্রুয়ারিতে অনিবন্ধিত ট্যাক্সি সেবা বন্ধের আইনী জটিলতায়র পড়ে উবারকে প্রায় ৩৬ মিলিয়ন ডলার জরিমানা করা হয়। এ ঘটনায় উবার তাদের সেবা বন্ধ করে দেয়।

uber-TechSHohor

তাইওয়ানের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় উবারকে তাদের ব্যবসায়িক নিবন্ধন প্রযুক্তি কোম্পানির বিপরীতে ট্যাক্সি কোম্পানি হিসেবে নিবন্ধন করার ঘোষনা দেয়। অন্যথায় সেখানে বৈধভাবে ব্যবসা করার সুযোগ নেই।

উবারের পুনরায় চালু হওয়ার বিষয়ে আগামী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে উবারের নতুন অপারেটিং মডেল সম্পর্কে জানানো হবে। তবে আপাতভাবে উবার বিস্তারিত কিছু জানায়নি।

উল্লেখ্য, আইনের সাথে সামঞ্জস্য না থাকায় ইতালিতেও উবার বন্ধ করে দেওয়া হয়েছে।

সিনেট অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/