Maintance

প্রথম অ্যান্ড্রয়েড ওয়াচ আনছে জেডটিই

প্রকাশঃ ১২:৫১ পূর্বাহ্ন, এপ্রিল ১১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৪ অপরাহ্ন, মে ২১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রায় দুই বছর আগে টেনসেন্ট অপারেটিং সিস্টেমের পরিধানযোগ্য ডিভাইস জেডটিই এক্সন বাজারে আনে প্রতিষ্ঠানটি। চাহিদা থাকলেও অ্যান্ড্রয়েড সংস্করণে এতোদিন কোনো ডিভাইস আনতে পারেনি। অবশেষে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টওয়াচ তৈরি করেছে জেডটিই।

জেডটিই কোয়ার্টজ নামের এই স্মার্টফোনে টি-মোবাইলের মাধ্যমে আগামী ১৪ অথবা ২১ এপ্রিল থেকে মাত্র ২০০ ডলারে পাওয়া যাবে।

ZTE quartz Smartwatch-TechShohor

Symphony 2018

গোলাকার ১ দশমিক ৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের এই ঘড়িটি এলজির ওয়াচ স্পোর্টসের মতোই বড়। কিন্তু তুলনামূলক দিক থেকে জেডটিই বেশকিছু ফিচার যেমন এনএফসি, হৃদস্পন্দন পরিমাপ আর রোটেটিং ডায়াল ব্যবস্থা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এসব ফিচার বাদ দেওয়া অর্থ হলো আপনি ডিভাইসটি খুবই কম দামে পাচ্ছেন। সেই হিসেবে ডিভাইসটি খারাপ না বলে মনে করছেন অনেকেই। পাশাপাশি এতে আইপি৬৭ সার্টিফিকেশন রয়েছে। এর ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ঘড়িটিকে দীর্ঘ ব্যাকআপ দিতে সক্ষম হবে।

জিএসএম এরিনা অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/