Maintance

ভিডিও এডিটিং অ্যাপ আনলো অ্যাপল

প্রকাশঃ ১২:০৭ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৭

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বর্তমানে ছবির পাশাপাশি ভিডিও শেয়ারিং বেশ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আইওএস ব্যবহারকারীরা যাতে এতে পিছিয়ে না থাকেন, তাই অ্যাপল ক্লিপস নামে সম্প্রতি নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছে।

এ অ্যাপের সাহায্যে ভিডিওকে সহজেই সুন্দর ও আকষর্ণীয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যায়।

clips-techshohorp

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
অ্যাপটি ব্যবহার করে আইফোন, আইপ্যাড, আইপডের সাহায্যের সহজেই ভিডিও করা যাবে। এরপর তা এডিট করে শেয়ার করা যাবে।

ভিডিওয়ের শব্দ সহজেই মুছে ফেলা যাবে অ্যাপটির সাহায্যে। তারপর পছন্দমত মিউজিক যুক্ত করা যাবে।

ভিডিওতে টাইটেল যুক্ত করা যাবে। চাইলে অ্যানিমেশন টাইটেল যুক্ত করা যাবে।

টাইটেলে ইমোজি যুক্তের সুবিধা ফলে ভিডিওটি হবে আরও আকষর্ণীয়।

অ্যাপটির সাহায্যে চাইলে ডিভাইসের লাইব্রেরিতে ছবি ভিডিওতে যুক্ত করা যাবে।

চাইলে ভিডিওয়ের ব্যাকগ্রাউডে পছন্দের ছবি বা পোস্ট যুক্ত করা যাবে।

অ্যাপটির সাহায্যে ভিডিও তৈরি করে তা সরাসরি ইন্সটাগ্রাম, ফেইসবুক ও টুইটারের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।

অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে আইওএস ১০.৩ চালিত অপারেটিং সিস্টেমের ডিভাইস ব্যবহার করতে হবে।

এ ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

*

*

Related posts/